বিভিন্ন বয়সের মোট ৫২টি ইভেন্ট অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। অদ্যকার অনুষ্ঠানের শুরুতে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্ধোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ ইউসুফ এবং কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয়। কর্তৃপক্ষের ক্রীড়াবিদগণের মাঠে প্রবেশ এবং সকল বিভাগের ক্রীড়াবিদগণের সুশৃঙ্খলিত মার্চপাস্টের পর অদ্যকার ক্রীড়া প্রতিযোগিতা উদযাপনের আহ্বায়ক নির্বাহী প্রকৌশলী হাছান আহমেদ মশাল প্রজ্বলন নিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করেন।
আন্তঃ বিভাগীয় ফুটবল খেলায় টানটান উত্তেজনার ফাইনালে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে বন্দর ও পরিবহন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হিসাব বিভাগ। মোট ১২ টি বিভাগের ১০টি দলকে হারিয়ে বন্দর ও পরিবহন বিভাগ ও হিসাব বিভাগ আজকের ফাইনালে খেলার সুযোগ পায় এবং ফাইনাল জিতে আজকের ক্রীড়া প্রতিযোগিতার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়। হিসাব বিভাগের ফাইনাল জেতার উদযাপন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা ঘটায়।
এছাড়া পুরুষ বিভাগে ১০০ মিটার দৌড়ে ১ম, ২০০ মিটার দৌড়ে ২য় এবং ৪০০ মিটার দৌড়ে ১ম হয়ে রাব্বি মোল্লা এবং মহিলা বিভাগে জেমিন চাকমা ডিসকাস থ্রোতে ২য়, বস্তা দৌড়ে ১ম এবং ৪৫ বছরের ঊর্ধ্বে দৌড়ে ২য় হয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন। এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ড্রেজিং বিভাগ সর্বাধিক পুরস্কার অর্জন করেছে। তবে, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগী নিজ নিজ সাজ-সজ্জা ও সময়োপযোগী বিষয়বস্তু দ্বারা উপস্থিত সকল অতিথিদের মনোযোগ আকর্ষণ করেন। তাদের প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ বিচারকদের বিচারের কার্যক্রমকে অত্যন্ত কঠিন করে ফেলে।
কর্তৃপক্ষের আকর্ষণীয় ডিসকাস থ্রো ইভেন্টে চেয়ারম্যান মহোদয় ১ম, সদস্য (প্রকৌশল) মহোদয় ২য় এবং সদস্য (অর্থ) মহোদয় ৩য় স্থান অধিকার করেন।
এখানে উল্লেখ্য যে, বিভাগীয় ফুটবলের ফাইনাল খেলা শুরুর প্রাক্কালে চেয়ারম্যান মহোদয় মাঠে গিয়ে উভয় দলের সকল খেলোয়াড় এবং ম্যাচ পরিচালনাকারী রেফারী ও লাইন্সম্যানদ্বয়ের সাথে করমর্দন করেন এবং খেলোয়ারসুলভ আচরণ প্রদর্শনপূর্বক খেলা উপহারের জন্য উৎসাহ প্রদান করেন।
সকল ইভেন্ট শেষে কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের পাশাপাশি সদস্য (পরিকল্পনা ও পরিচালন), (গ্রেড-২) জনাব ডঃ মোঃ জিয়াউল ইসলাম; সদস্য (প্রকৌশল) যুগ্মসচিব এ,কে,এ,এম ফজলুল হক; সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অবঃ) মোঃ মোয়াজ্জেম হোসেন; প্রধান প্রকৌশলী (ড্রেজিং) ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব রকিবুল ইসলাম তালুকদার; পরিচালক (বন্দর ও পরিবহন) ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব এ,কে,এম আরিফ উদ্দিন; পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) কাজী ওয়াকিল নওয়াজ; পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) জনাব মোঃ সাইফুল ইসলাম; পরিচালক (হাইড্রোগ্রাফি) বেগম সামসুন নাহার; পরিচালক (ক্রয় ও সংরক্ষণ এবং এস্টেট ও আইন) জনাব এসে এম শাহেদ রেজা; পরিচালক (হিসাব) গোপাল চন্দ্র সাহা এবং এমপ্লয়েজ ইউনিয়নের নেতৃবৃন্দ পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন।